সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুর জেলার ৭টি থানা, ৩টি তদন্ত কেন্দ্র ও ১টি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকালে শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু করার মাধ্যমে নতুন করে থানাগুলোতেও কার্যক্রম শুরু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।
পুলিশ সুপার সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খাঁন।
পিরোজপুরের পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম জানান, পিরোজপুর জেলার ৭টি থানা, ৩টি তদন্ত কেন্দ্র ও ১টি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে পুলিশ। এতদিন শিক্ষার্থী, বিএনসিসির সদস্যরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আরএ