সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জ জেলার ৭ টি থানার মধ্যে ৫টি থানার কার্যক্রম শুরু হয়েছে। বাকি দুইটি থানার কার্যক্রম বন্ধ আছে।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী থানার কার্যক্রম শুরু করা যায়নি।
জানা গেছে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরের পর দুর্বৃত্তরা থানা দুইটির ভবনে আগুন লাগিয়ে দেয়। এতে থানা ভবন দুইটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ওইদিন জেলা পুলিশের অনেক সদস্য আত্মগোপনে চলে যায়। তবে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুসারে পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম বলেন, থানাগুলোতে পুলিশের কার্যক্রম কিছু কিছু চলছে। অভিযোগ গ্রহণ করা হচ্ছে। পুলিশ সদস্যরাও প্রায় সবাই ফিরেছে। তবে, মুন্সীগঞ্জ সদর থানা ও টংগিবাড়ী থানার ভবনের কাঠামো ছাড়া কোনোকিছু অবশিষ্ট নেই। তাই, সেখানে এখন পুলিশের কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। সে কারণে বিকল্প স্থান খোঁজা হচ্ছে। সদর থানার কার্যক্রম মুন্সীগঞ্জ পুলিশ লাইনসে ও টংগিবাড়ী থানার কার্যক্রম টংগিবাড়ী ডাক বাংলোতে স্থানান্তর করা হতে পারে।
আরএ