সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় এবাদুল হক (৬২) নামে একজন কৃষক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫ জন। নিহত এবাদুল হক কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের আকবর সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন জানান, বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী হযরত আলীর সঙ্গে এবাদুল হকের দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরের দিকে এবাদুল হক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ হযরত আলীর লোকজন। তারা এবাদুল হক ও তার পরিবারের আরও ৫ সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এবাদুল হককে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ফয়সাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। শরীরের আঘাতের চিত্র ছিল।
কলারোয়া থানার ওসি শাহিন আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাতে সাড়ে ৮টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে পুলিশ মামলা ও আইনি পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে।
আরএ