সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ চেয়ে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকা থেকে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা ও জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ চেয়ে ও তার দেওয়া বক্তব্যের সমালোচনা করে বক্তব্য রাখেন।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম বলেন, খুনের রক্ত স্রোতে দেশকে বাসিয়ে পালিয়ে যাওয়া কাউকে দেশে ফেরত আসার আহ্বান জনগণ মেনে নিবে না। সাখাওয়াতের এমন বক্তব্যে দেশের মানুষ মর্মাহত। অনতিবিলম্বে বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে তাকে। পদত্যাগ না করলে অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি।
মিছিলে শহর যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক, সদস্য সচিব মো. রায়হান কবির, সাবেক ছাত্র নেতা মো. মোহসিন, ছাত্রদল নেতা ড. সায়েরসহ জেলা ছাত্রদল ও যুবদলের দুই শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএ