সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সারাদেশের ন্যায় ময়মনসিংহে কর্মে ফিরেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলার ১৪টি থানায় শুরু হয়েছে পুলিশের কার্যক্রম। মান-অভিমান ভুলে এক সপ্তাহ পর কর্মে ফেরায় পুলিশকে ফুল দিয়ে বরণ করে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর ১১ দফা দাবিতে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে যান ময়মনসিংহের পুলিশ। এরপর থেকে সড়ক-মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে মাঠে নামেন শিক্ষার্থী ও আনসার সদস্যরা। পুলিশের দায়িত্ব শিক্ষার্থীরা পালন করায় তারা ভাসেন প্রশংসায়ও। তবে পুলিশের কর্মবিরতিতে সকল ধরনের কাজকর্ম থমকে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সেবাপ্রার্থীরা। কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় তারাও স্বস্তি প্রকাশ করেন।
সোমবার সকালে নগরীর টাউন হল, নতুন বাজার মোড়, গাঙ্গিনারপাড় মোড়সহ প্রত্যেকটি মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্বপালন করতে দেখা যায়। এসময় তাদের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরাও তাদের সহযোগিতা করেন।
ব্যাংক কর্মকর্তা হারিস উদ্দিন বলেন, গত এক সপ্তাহ ধরে রাস্তায় কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। আজকে তাদের দায়িত্বপালন করতে দেখেছি। যদিও এক সপ্তাহ ধরে পুলিশ না থাকায় শিক্ষার্থীরা সুন্দরভাবে দায়িত্বপালন করেছে যানজট নিয়ন্ত্রণে। তবে এখন আমার দাবি হচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করুক। আর পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতো পালন করুক।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক গোকল চন্দ্র মানিক বলেন, পুলিশের অনুপস্থিতে আমাদের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। আজকে পুলিশ কাজে ফেরায় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি। মানুষের জানমাল রক্ষায় পুলিশকে আমরা সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম বলেন, আজ থেকে পুরোদমে জেলার ১৪টি থানার পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। এর আগে শনিবার রাতে প্রত্যেক পুলিশ সদস্য স্ব-স্ব থানায় ফিরে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র সঙ্গে পুলিশের কোনো ধরনের মতবিরোধ হয়নি। যার কারণে ছাত্র-পুলিশের মধ্যে সম্পর্ক অনেকটাই ভালো। আগামীর বাংলাদেশকে সুন্দর জায়গায় নিয়ে যেতে ছাত্রদের সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।
আরএ