সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বামনায় চাঁদাবাজির অভিযোগে বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবদলের সহ-সভাপতিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
রোববার (১২ আগস্ট) রাতে বামনার বাসা থেকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাকে বামনা থানা পুলিশে সোপর্দ করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল জানিয়েছেন, গোলাম কিবরিয়াকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী আল আমিন জানান, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো সিগারেট কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি তিনি। রোববার বেলা ১১টার দিকে তিনি বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর এলাকায় রতন চন্দ্র দাসের মুদি দোকানের সামনে যান। এসময় বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া এবং আমাদের কণ্ঠের বামনা প্রতিনিধি সুমন গোলদার তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ৩২ হাজার ৪০০ টাকা মূল্যের ১০ কার্টুন বেনসন সিগারেট ছিনিয়ে নেন। এ ঘটনায় আল আমিন বাদী হয়ে গোলাম কিবরিয়া ও সুমন গোলদারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো সিগারেট কোম্পানির বরগুনা ও পটুয়াখালীর পরিবেশক আলহাজ সুলতান মৃধা চাঁদাবাজদের বিচার দাবি করেছেন।
ওসি তুষার কুমার মণ্ডল জানান, এ ঘটনায় মামলা হলে গোলাম কিবরিয়াকে রাতে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি সুমন গোলদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
আরএ