সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীর আলোচিত পিএস মানিককে ভারতে পালানোর সময় আটকে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। অভিযোগ রয়েছে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজামউদ্দিন হাজারীর হয়ে নানা অপকর্ম করে এলাকায় আলোচিত মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক।
সোমবার (১২ আগস্ট) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসলে তার ভারত যাওয়া আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে সন্ধ্যা পর্যন্ত ইমিগ্রেশন পুলিশ হেফাজতে রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেক পোস্টে সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সড়ক পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক। তিনি কাস্টমস ও বিজিবির কাজ শেষে যান ইমিগ্রেশন কার্যালয়ে যান। সেখান থেকে তাকে ইমিগ্রেশন ইনচার্জের রুমে বসিয়ে ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে তার বিষয়ে জানানো হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক এসেছে এ পথে আগরতলা যাওয়ার জন্য। নিষেধাজ্ঞার কারণে তাকে আগরতলায় যেতে দেওয়া হয়নি। তার ভ্রমণ ভিসা রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিষয়ে জানিয়েছি। পাশাপাশি ফেনী পুলিশকে অবহিত করা হয়েছে। সিদ্ধান্ত আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরএ