সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাবনার সাঁথিয়ায় পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা গটে।
নিহতরা হলেন- ওই গ্রামের ইমরান হোসেনের ছেলে রোহান (৩) ও শাহিন আলীর ছেলে ইয়ামিন (৪)।
ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে তারা দুজনই বাড়ির পাশের একটি পুকুরে শাপলা ফুল তুলতে পানিতে নামে। এ সময় তারা সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তাদের দুজনের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আরএ