সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদী জেলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর লে. কর্নেল ফাহিম মাহাবুব বলেন, চলমান পরিস্থিতিতে দেশের জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সর্বদা মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নরসিংদীতে সম্প্রতি কোনো মন্দির কিংবা হিন্দু বাড়িতে সাম্প্রদায়িক হামলার ঘটনা নেই।
শনিবার (১০ আগস্ট) বিকেলে নরসিংদী পৌর শহরের গোপিনাথ জিওর আখরা পরিদর্শন ও হিন্দু ধর্মীয় নেতাদের সাথে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
লে. কর্নেল ফাহিম মাহাবুব বলেন, যাদের বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে সেগুলো সব কয়টিই রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এরপরও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা পেলে খুব শিগগিরই পরিস্থিতি শান্তিপূর্ণ এবং স্বাভাবিক হবে। সরকার পতনের পর থেকে নরসিংদীতে সাধারণ মানুষসহ কোনো হতাহতের ঘটনা নেই। এসব ক্রেডিট নরসিংদীর জনগণের বলেও জানান তিনি।
এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষ, সহ-সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক সুভ্রত কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জন কুমার সাহা, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহাসহ হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরএ