সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এবং শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিবকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত পত্রে তাদেরকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইমরান রেজা এবং শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাইদুর রহমান খান সজীব। গাজীপুর মহানগর যুবদলের সাধারাণ সম্পাদক মাহমুদ হাসান রাজু বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তার সঠিক কারণ আমি এখনো জানি না। তবে, শুনেছি মহানগরীর টাঙ্কিরপাড় এলাকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন শেখ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর বাজারে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অফিস দখল করে ছবি ভাঙচুর করে। পরে সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিটিং করে এবং স্থানীয় একজন শিক্ষককে আঘাত করার অভিযোগ উঠে শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাইদুর রহমান খান সজীবের বিরুদ্ধে। এসব ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বলেন, দলের একজন দায়িত্বশীল নেতা বা কর্মীর কাছ থেকে দল এরকম কার্যক্রম আশা করে না। যা দলের সুনাম এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
এফএইচ