সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে আদিবাসী। একটি দেশের উন্নয়নে তাদের অবদান ও অর্জনকে স্বীকৃতি দিতেই জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
প্রতিবছর দিবসটি পালন করার জন্য একটি প্রতিপাদ্য বিষয় বেছে নেওয়া হয়। এ বছরে আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘আদিবাসীদের অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্যগত উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করা।’
সারাদেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম অফিসে শুক্রবার দুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৪ পালিত হয়েছে। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান জিডিশন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন- ফোরামের মহাসচিব প্রদীপ কুমার সিংহ, আদিবাসী নেতা পরিমল বাড়ইক, খাসী ছাত্র ইউনিয়নের সভাপতি আলী জ্যাক সামসন প্রমুখ।
আদিবাসী নেতারা বলেন, ভাষা, ধর্মাচার ও পারিবারিক জীবন ব্যবস্থা সবকিছুতেই ভিন্নতা নিয়ে বসবাসকারী আদিবাসীরা আজও এদেশে ভূমির মালিকানা পায়নি। ভূমি উন্নয়নের নামে তাদের উচ্ছেদ করা হচ্ছে। সমতলের আদিবাসীদের কোনো ভূমি কমিশন নেই। তারা দিনদিন ভূমিহীন হয়ে পরছে। এ কারণেই আদিবাসীরা আজও স্থায়ী আবাস ভূমি থেকে বঞ্চিত।
তারা আরও বলেন, আদিবাসীরা প্রতিনিয়ত শোষণ, বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছে। আদিবাসীরা এ দেশে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী নয় এবং সাংবিধানিকভাবে সমান নাগরিক অধিকারের দাবিদার বলে নেতারা উল্লেখ করেন।
আরএ