সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা-মাওয়া মহাসড়ক হিসেবে খ্যাত জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে দিয়েছে মাদরাসার ছাত্ররা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরের দিকে একদল মাদরাসার ছাত্ররা আকস্মিক ওই মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার উপরের অংশে উঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সম্বলিত ফলকটি ভেঙে ফেলে। পরে তারা জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) এক্সপ্রেসওয়ে লিখা একটি ব্যানার সেখানে সাটিয়ে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ওই টোল প্লাজার দায়িত্বে থাকা মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা বলেন, ৫ জুলাই থেকে নিরাপত্তাজনিত কারণে টোল প্লাজায় কর্মরত কোনো স্টাফ সেখানে ভয়ে অবস্থান করেন না। এ কারণে সেখানে আসলে কি হয়েছে নিশ্চিত হয়ে বলতে পারছি না। কিছু লোকজন তাদের নিজস্ব দায়িত্বে ব্যানার লাগিয়ে দিয়েছেন শুনেছি। জেলা প্রশাসক ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছি। তারা সিদ্ধান্ত নিবেন।
তিনি আরও বলেন, নাম পরিবর্তন করার প্রক্রিয়াটি হলো প্রঞ্জাপন জারি করতে হয়। হুট করে এটি করা সম্ভব না। প্রথমে প্রস্তাব যাবে সচিব পযার্য়ে, তারপর অনুমোদন হয়ে আসবে।
আরএ