সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জামালপুরে জেলা কারাগারে থেমে থেমে গুলি চলছে। দুই ঘণ্টা ধরে চলে এই গুলি। আগুন দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে। তিনজন কারারক্ষী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা কারাগারে হামলা করে একদল দুর্বৃত্ত।
আহতরা হলেন- রকনুজ্জামান, সাদেক আলী, জাহিদুল ইসলাম। তারা সবাই কারারক্ষী।
স্থানীয়রা জানায়, দুপুরে ভেতরে কারাবন্দিরা তাদের নিজেদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেয়। পরে কারাগারে ভেতরের একটি ফটক ভেঙে ফেলে। এরপর দ্বিতীয় গেট ভাঙার সময় কারারক্ষীরা তাদের আটকানোর চেষ্টা করতে ফাঁকাগুলি ছুড়ে। এরপর শুরু হয় একাধারে গুলি।সেনাবাহিনীর সদস্যরা কারাগারের চারদিক অবস্থান নেয়। তবে আসামিরা পালিয়েছে কি না তা এখনও জানা যায়নি।
স্থানীয়রা আরও জানায়, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছে। আট শতাধিক কারাবন্দী রয়েছে এই কারগারে। কারাবন্দীদের উদ্দেশে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
জেলা কারাগারের জেলার মো. আবু ফাত্তাহকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোনকল রিসিভড না করায় বক্তব্য নেওয়া যায়নি।
আরএ