সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় ধর্মীয় এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শান্তি ও সম্প্রীতি রক্ষায় মন্দির, উপসনালয় ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, যারা হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও লুটতরাজসহ বিশৃঙ্খলা করবে তারা সন্ত্রাসী। এরা সুযোগ সন্ধানী। সব সময়ই এমন সুযোগের অপেক্ষায় থাকে। এদের আইনের আওতায় আনতে দলীয় নেতাকর্মীদেরকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান জানান।
ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, শিব্বির আহমেদ বুলু, এ কে এম মাহবুবুর রহমান ও রতন আকন্দ, যুবদলের জেলা সভাপতি রুকনুজ্জামান সরকার রোকন, ছাত্রদলের জেলা সভাপতি মাহবুবুর রহমান রানা।
এরআগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর জামায়াতের আমীর কামরুল আহসান ইমরুল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, নায়েবে আমীর কামরুল হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, মহানগর সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার প্রমুখ।
এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএ