সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৃষ্টি উপেক্ষা করে ভোলা শহরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন নারী শিক্ষার্থীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। তারা শহরের বাংলাস্কুল মোড়, কালিনাথ রায়ের বাজার, পান বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল থেকে যুবশক্তি ছাত্র সংঘ, চিলেকোঠা, বাংলাদেশ রেডক্রিসেন্টসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক চত্বরগুলোতে অবস্থান করে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষককে সচেতনতার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করছেন।
যুবশক্তি ছাত্র সংঘের রিয়া, মিতু, ফারিয়াসহ অন্যরা বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে আমরা যানজট নিরসন করছি। এতে কিছুটা হলেও মানুষের ভোগান্তি কমছে।
চিলেকোঠা পরিচালক সাব্বির মুন্না বলেন, আমরা সড়কের নিয়ম মেনে চলতে মানুষকে সচেতন করছি। যেহেতু ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে আছে, সেজন্য আমরা যানজট নিরসনে কাজ করছি।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ কর্মবিরতি রয়েছেন। শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করায় সাধারণ মানুষ খুশি। ট্রাফিকের দায়িত্ব পালন করায় শিক্ষার্থীদের সাধারণ মানুষ ধন্যবাদ জানান।
আরএ