সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুর জেলা জামায়াতের আমীরসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪০ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা বুধবার জেলা কারাগার থেকে মুক্তি পান।
মুক্তিপ্রাপ্ত নেতা-কর্মীরা সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিল।
দলীয়সূত্র ও জামিনপ্রাপ্তদের নিয়োজিত আইনজীবী খায়রুল বাসার শামীম জানিয়েছেন, পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান চাঁন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবীর মান্নু, সাবেক সভাপতি আ. লতিফ হাওলাদার, নেছারাবাদ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক নাাছির উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, যুগ্ম সম্পাদক মাহাদী হাসান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামকে মুক্তি দেওয়া হয়।
এছাড়াও পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রবসহ ৯ জনকে মুক্তি দেওয়া হয়। ৩১ জনকে ১৫ জুলাই থেকে বিভিন্ন সময়ে পুলিশ তাদের বাসা থেকে গ্রেপ্তার করে।
মুক্তিপ্রাপ্তরা জানিয়েছেন, পুলিশ তাদেরকে বিনা ওয়ারেন্টে বাসা থেকে তুলে নিয়ে বিভিন্ন নাশকতার মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
আরএ