সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দুইদিনে ময়মনসিংহে বিএনপির ১৮০ নেতা-কর্মী জামিনে কারামুক্ত হয়েছেন। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়ায় মামলায় গ্রেপ্তার হয়ে এসব নেতাকর্মী কারাবন্দি হন।
মঙ্গলবার ও বুধবার (৭ আগস্ট) ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন লাভের পর এই নেতা-কর্মীরা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
পুলিশ জানিয়েছেন, গত দুইদিনে জেলার সদর উপজেলার ৬৭ জন, ভালুকার ১৮ জন, হালুয়াঘাট-ধোবাউড়ার ৬ জন, মুক্তাগাছা-ফুলবাড়িয়ার ২০ জন, নান্দাইলের ১০ জন, ফুলপুর-তারাকান্দার ২৫ জন, গৌরীপুর-ঈশ্বরগঞ্জের ১৭ জন, গফরগাঁও-পাগলার ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন।
এরমধ্যে মঙ্গলবার বিকেলে কারামুক্ত হয়েছেন- ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন ওরফে লিটন আকন্দ।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, মিথ্যা মামলা হামলায় গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জর্জরিত। বিনা কারণে আমাদের জেল খাটতে হয়েছে। আজকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে নতুনভাবে সাজানোর সর্বাত্মক চেষ্টা করব।
ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, গত দুইদিনে বিএনপির ১৮০ জন নেতাকর্মীকে মুক্তি দিয়েছেন আদালত। তাদেরকে সসম্মানে কারাগার থেকে ছাড়া হয়েছে। কারামুক্তির কার্যক্রম চলমান থাকবে।
আরএ