সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের গফরগাঁওয়ে গত দুই দিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা যুবদলের দুই কর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এছাড়াও বাড়িঘরে হামলা ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার (৭ আগস্ট) দুপুর দুইটার দিকে পৌরশহরের নতুনবাজার মেক্সিস্ট্যান্ড এলাকায় উপজেলা যুবদলের কর্মী জসিমউদ্দিন আধিপত্য বিস্তার করতে গেলে যুবদলকর্মী সুমন গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সুমন গ্রুপের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৩৪) আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সংঘর্ষে যুবদল কর্মী তুষার, আবদুল হামিদ, মাহবুব, সুবল চন্দ্র মোদক গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় জসিমউদ্দীনের কর্মীরা সুমন, হেলাল উদ্দিন, জামাল উদ্দিন ও জমির বেপারীর বাড়িতে অগ্নিসংযোগ করে এবং ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। বিকেলে জসিমউদ্দিনের স্বজনরা মরদেহ নিয়ে বিচারের দাবিতে পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে। অপরদিকে গত মঙ্গলবার রাতে পৌর এলাকার কাচারী রোড রেলক্রসিং এলাকায় যুবদল কর্মী সবুজ আকন্দ (২৬) পৌর ছাত্রদলের ওয়ার্ড সভাপতি মেহেদী কাজীর ছুরিকাঘাতে নিহত হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেন।
সবুজ আকন্দের মামা কামালউদ্দিন বলেন, এলাকার প্রভাব বিস্তার নিয়ে ছুরিকাহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে ডেথ সার্টিফিকেট নিয়ে স্বজনরা লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, ছুরিকাহত দুইজনই স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যান।
এফএইচ