সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও সম্প্রীতির বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে কুড়িগ্রামে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জেলার সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে জেলার সাধারণ পেশাজীবি মানুষজনও অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে প্রত্যেকেই মোমবাতি প্রজ্বলন করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন আন্দোলনে অংশ নেওয়া আহত ও নির্যাতিত শিক্ষার্থীরা।
পরে দেশাত্মবোধক গান গাওয়ার মধ্য দিয়ে জেলার হিন্দু,খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতি সজাগ ও রক্ষার্থে শপথ গ্রহণ করা হয়। এতে জেলার শত শত শিক্ষার্থীরা অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের প্রধান সমন্বয়ক অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, আমরা দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী যে আন্দোলন করেছিলাম। তা পরবর্তীতে স্বৈরাচার পতন আন্দোলনে রুপ নেয়। আমরা আজ সমবেতভাবে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিজ্ঞা নিলাম আমাদের এই বিজয় উল্লাসের সুযোগ নিয়ে যেন কোনো সম্প্রদায়ের প্রতি আঘাত আনতে না পারে মৌলবাদী গোষ্ঠী। সে বিষয়ে সজাগ থাকবো।
জেলার আরেক অন্যতম সমন্বয়ক রেদওয়ান পর্ব বলেন, আমাদের আন্দোলনে যেসব সহযোদ্ধারা নিহত হয়েছেন আমরা আজ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা আজ প্রতিজ্ঞা করছি, আমরা সম্প্রীতির এ বাংলাদেশকে কোন কুচক্রি মহলের কাছে কলুষিত করতে দেবো না।
ব্যবসায়ী রফিকুল হক বলেন, ছাত্ররা দীর্ঘ ১ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর ৫ আগষ্ট স্বৈরাচার পতন করে বাংলাদেশে নতুন করে স্বাধীনতা এনেছে। আমরা সাধারণ জনতা ছাত্রদের এ আন্দোলন শুরু থেকে সমর্থন করেছি। আজ সমবেতভাবে এ কর্মসূচিতে অংশ নিচ্ছি।
এফএইচ