সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিক্ষোভের সময় কারারক্ষীদের জিম্মি করে তারা পালিয়ে যায়। এসময় বন্দীদের পালানো ঠেকাতে কারারক্ষীরা গুলি ছুড়লে ৬ জন নিহত হয়। তাদের মধ্যে ৩ জন জঙ্গি রয়েছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ছয় জন হলো- হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলার আসামি নরসিংদীর নলভাটা গ্রামের জাকির হোসেনের ছেলে জিন্নাহ (২৮), হলি আর্টিজান মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আফজাল হোসেন (৬৩), নওগাঁর কাঞ্চনপুর গ্রামের আবদুস সালামের ছেলে আসলাম হোসেন মোহন, হত্যা মামলার আসামি মৌলভীবাজারের রামেশ্বপুরের মকবুল মিয়ার ছেলে ইমতিয়াজ পাভেল (২৪), ছিনতাই মামলার আসামি টাঙ্গাইলের তারটিয়া এলাকার রাজ্জাক শেখের ছেলে স্বপন শেখ (৪০) এবং সুনামগঞ্জের জলোশা এলাকার সিরাজুল ইসলামের ছেলে আয়াতুল্লাহ (৩৯)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে কারারক্ষীকে জিম্মি করে কয়েকজন বন্দী মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। কারারক্ষীরা তাদেরকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। বিক্ষোভের খবর পেয়ে ফটকে অবস্থান নেন বন্দীদের স্বজনেরা। একপর্যায়ে কারাগারের বাইরে একটি ঝুটের গুদামে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। দুপুর দেড়টার দিকে সেনা সদস্যরা কারাগারে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সেনাসদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, কয়েকজন বন্দী মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করলে অনেকে ভেতরে থাকা মই বেয়ে দেয়াল ভেঙ্গে যে যেভাবে পেরেছেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে কারারক্ষীরা নিরাপত্তার স্বার্থে গুলি ছুড়লে ৬ জন নিহত হয়। খবর পেয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে সেনাবাহিনীর কয়েকটি দল কারাগারে পৌঁছায়। এসময় ২০৯ জন বন্দী পালিয়ে গেছেন। নিহতদের লাশ উদ্ধার করে ওইদিন রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কাশিমপুর কারাগারে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।