সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
১১ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুর পুলিশ লাইন্সে কর্মরত সদস্যরা। বুধবার (৭ আগষ্ট) দুপুরে মাদারীপুর পুলিশ লাইনস এর সামনে বিক্ষোভ করে পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে। তারা কোনো সরকারের পক্ষ হয়ে কাজ করবে না। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়। পুলিশ জনগণের শত্রু না, বন্ধু। এ সময় তারা নানা শ্লোগান দেয়।
তাদের দাবি, ছাত্র আন্দোলনে যেসব পুলিশ সদস্য হত্যা করা হয়েছে, হত্যার বিচার না হওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা। পুলিশ কোনো সরকারের অধীনে কাজ করবে না নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করবে। পুলিশ কোনো এমপি মন্ত্রীকে প্রোটোকল দেবে না। পুলিশ কোনো সিনিয়র অফিসারকে প্রোটোকল দেবে না। পুলিশ ৮ ঘণ্টার বেশি ডিউটি করবে না।
পুলিশ সদস্যদের আরও দাবি, তাদের পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে দ্রুত পদোন্নতি পায়, ঠিক সেইভাবে নিম্ন কর্মচারীরিকেও দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে। পুলিশের ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন করতে হবে। অফিসারের মত কনস্টেবলদেরকেও কেউ সোর্স মানি দিতে হবে। পুলিশকে প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যে টিএ-ডিএ বিল নিশ্চিত করতে হবে। পুলিশের ঝুঁকিভাতা বৃদ্ধি করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলি করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কনস্টবল আরিফুল ইসলাম, নিরব আহমেদ সহ অন্যান্য সদস্যরা।
এফএইচ