সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে শহরের গাইবান্ধা নাট্য সংস্থা (গানাসাস) মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল আলম ফাহিম, সালেফিন শাহরিয়ার, মামুন ফাহিম ও মৈত্রেয় হাসান জয়িতা প্রমুুখ।
জেলার সমন্বয়করা সংবাদ সম্মেলনে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধার উদ্যোগে সরকার পতনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আন্দোলনের মুখে হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে। গাইবান্ধায় এ আন্দোলনের সঙ্গে ছিলেন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
সংবাদ সম্মেলনে আরও বলেন, চলমান আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত গাইবান্ধাসহ সারাদেশে গ্রেপ্তারকৃত সমস্ত শিক্ষার্থীদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। মামলা থেকে অব্যাহতি দিতে হবে। এ পর্যন্ত জেলায় কয়েক শতাধিক মানুষ আহত হয়েছে। গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখনও আহত মানুষ চিকিৎসাধীন রয়েছে।
নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তারা বলেন, গাইবান্ধা সরকারি কলেজ ও বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈনিক দলের সম্পর্ক নেই।
আরএ