সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরে পৃথকভাবে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও বিভিন্ন বিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টার দিকে লেকেরপাড়ের মুক্ত মঞ্চ থেকে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। এদিকে সকাল সাড়ে ১০টায় পৌর ঈদগাহ থেকে মিছিল বের করে জেলা বিএনপি।
কোটাবিরোধী আন্দোলনের জেলার সমন্বয়ক আব্দুর রহিমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান বাজার গিয়ে শেষ হয়। এসময় তারা শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেয়। অন্যদিকে ঈদগাহে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করা হয়। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
অন্যদিকে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সাধারণ জনতা বিক্ষুদ্ধ হয়ে বেশ কিছু স্থাপনা ভাঙচুর করে আগুন দিয়ে দেন। আজও সেসব স্থাপনায় আগুনের ধোয়া দেখা গেছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি।