সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুরের এমপি শাজাহান খান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের বাসভবনসহ তাদের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বিক্ষুদ্ধরা।
এসময় বিক্ষুদ্ধরা শিবচরে প্রেস ক্নাব, উপজেলা চেয়ারম্যানের বাড়ি, আওয়ামী লীগ কার্যালয়, পৌর ভবন, অডিটোরিয়াম, উপজেলা পরিষদ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার প্রদ্যুৎ সরকারের বাড়ি ও অফিস, ৭১ টিভির সাংবাদিক একেএম নাসিরুল হকের বাড়ি, উপজেলার মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্যসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর করে।
জানা যায়, সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার পরেই মাদারীপুর জেলা শহরে আনন্দ মিছিল করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে বিকেলে সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ জনতা একযোগ শাজাহান খানের দশ তলা বাসভবন ভাঙচুর করে। তখন বাসভবনের পাশে থাকা তার মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল, সার্বিক ফুড ভিলেজ, শাজাহান খান সমর্থিত আওয়ামী লীগের কার্যালয়, সার্বিক পরিবহনের কাউন্টারসহ আরও বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকা-৮ আসনের এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের বাসভবনসহ তার পারিবারিক মালিকানাধীন মাতৃভূমি হোটেল ভাঙচুর করে আগুন দেয় সাধারণ জনতা।
এসময় শাজাহান খানের নাম ধরে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়। তবে সেনাবাহিনীর সদস্যরা সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান করেন। রাস্তায় কোনো পুলিশ সদস্যদের দেখা যায়নি। অপরদিকে এদিন বিকেল থেকে রাত পর্যন্ত শিবচর উপজেলা পরিষদ, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, পৌর ভবন, চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়াম, উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিমের বাড়ি, সাবেক উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লার অফিস, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খানের অফিস, আওয়ামী লীগ কার্যালয়, চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি, যমুনা টিভির সাংবাদিকের বাড়ি ও অফিস, ৭১ টিভির সাংবাদিকের বাড়িসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়ি ও প্রতিষ্ঠানে ভাঙচুর করে বিক্ষুদ্ধরা।
আরএ