সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ করে বিএনপি। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আফরোজা খান রিতা নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, অন্যায়ভাবে কারো বাড়ঘর ভাঙচুর করলে তাকে দল থেকে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ায় মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিজয় মেলা মাঠে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আনন্দ উল্লাস করতে থাকে। পরে হাজার হাজার ছাত্র-জনতাসহ বিএনপির নেতা কর্মীরা বিজয় মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, সহ-সভাপতি আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ড পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা সভাপতি আব্দুল কুদ্দস খান মজলিস মাখন প্রমুখ।
আফরোজা খান রিতা বলেন, এ বিজয় আমাদের প্রাথমিক বিজয়। চূড়ান্ত বিজয় অর্জন করতে আমাদের আরও ধৈর্য ধারণ করতে হবে। সরকারি বেসরকারি স্থাপনা, কারো বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা যাবে না। সেই সঙ্গে সাংবাদিকদেরও কোনো নির্যাতন ও হয়রানি করা যাবে না।
এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিস শহরে মিছিল বের করে। মিছিল শেষে কোট চত্বরের সামনে সমাবেশ করে।
আরএ