সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর আসার পরই সোমবার দুপুর ২টার থেকে নওগাঁ শহর ও জেলার বিভিন্ন উপজেলায় মিছিল নিয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি, সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাড়িসহ আওয়ামী লীগের স্থাপনায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।
সরেজমিন দেখা যায়, দুপুর ২টার পর থেকে নওগাঁ শহরের কাজীর মোড়, মুক্তির মোড়, দয়ালের মোড় ও শরিষাহাটির মোড় এলাকায় আনন্দ মিছিল নিয়ে আসতে থাকে হাজার হাজার ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা শহরের শরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, শহরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি, সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাড়িসহ বিভিন্ন আওয়ামী লীগের স্থাপনায় ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়।
নওগাঁ সদরের পাশাপাশি মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, মান্দা, সাপাহার, পোরশা, নিয়ামতপুর, বদলগাছি, আত্রাই, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে আগুন দেওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের শতাধিক দলীয় নেতা-কর্মীর বাসভবন ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে আজ মঙ্গলবার মান্দা উপজেলার প্রসাদপুর, সতীহাট, দেলুয়াবাড়ি ও পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা এবং ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দলীয় বেশ কিছু নেতাকর্মীর বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. গাজিউর রহমান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে নওগাঁয় পুলিশ স্টেশনসহ কোনো সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেনি।
আরএ