সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় রক্ষা এবং নাগরিকদের জানমাল নিরাপদ রাখতে মাঠে নেমেছে বরিশালের ছাত্র-জনতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন পরবর্তী অস্থিরতা কাটাতে এ উদ্যোগ বলে জানা গেছে। উদ্ভুত পরিস্থিতিতে কেউ যেন প্রতিহিংসার শিকার না হয় সে বিষয়েও লক্ষ্য রাখা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে নগরীর সাগরদি এলাকার শ্রী শ্রী কালী ও শিতলা মন্দিরের সামনে কিছু যুবককে দেখা যায়। তারা মন্দিরের পাহারায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে বলে জানা যায়।
সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবী রেজা শরীফ দেশ টিভিকে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ যেন প্রতিহিংসার শিকার না হয়, সেজন্য গতকাল রাত থেকেই আমরা টিম করে নগরীর মন্দিরগুলো পাহারা দিচ্ছি।
সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল মানুষের নিরাপত্তায় কাজ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সম্প্রতি শেষ হওয়া আন্দোলন সংগঠিত করার এই প্লাটফর্মের নেতৃবৃন্দ বিগত দিনের ন্যায় সকলকে রাস্তায় থাকতে বলেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ দেশ টিভিকে বলেন, আমরা যেই স্বপ্ন নিয়ে আন্দোলন করেছি তা ধূলিসাৎ হয়ে যাবে, যদি সাধারণ মানুষ তাদের নিরাপত্তা হারায়।
তিনি আরও বলেন, পুলিশ এখন দায়িত্ব পালন করতে পারছে না। সারাদেশে ল অ্যান্ড অর্ডার ফল করেছে। এক্ষেত্রে আমরা যারা আন্দোলন করেছি তারা অন্তত যদি আমাদের পাড়া মহল্লার নিরাপত্তার দায়িত্বটুকু না নেই তবে যে বিপ্লব আমরা করেছি তা বেহাত হয়ে যাবে। শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সকলের নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানান।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার দেশ টিভিকে বলেন, আমার দলের কর্মীরা জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকবো। বিএনপির কোনো কর্মী যদি কারো প্রতি আক্রোশপ্রসূত আক্রমণ করে তবে তার দায় দল নেবে না। যারা এসব কাজ করবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আরএ