সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) ১টা ৪০ মিনিটের দিকে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে এ মিছিল বের হয়ে শহরের ইসলাপুর রোড হয়ে ট্রাংক রোডের খেজুর চত্বরে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোক করে শিক্ষার্থীরা।
এ সময়, ‘দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে। এতে ট্রাংক রোড, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক ও জেল রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে বিক্ষোভ মিছিল ঘিরে শহরের ইসলামপুর রোড ও ট্রাংক রোডে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
আরএ