সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোটা আন্দোলনের সময় সরকারি কাজে বাধা প্রদান ও অফিস ভাঙচুরের অভিযোগে মাদারীপুর সদর মডেল থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার তিন এইচএসসি পরীক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
শনিবার (৩ আগস্ট) দুপুরে জামিনের আদেশ আদালত থেকে জেলা কারাগারে পৌঁছালে জেল সুপার তুহিন কান্তি খান ও জেলার মোহাম্মদ আতিকুর রহমান তাদেরকে মুক্তি প্রদান করেন।
মুক্তি প্রাপ্তরা হলেন- মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে রাব্বি শিকদার, পশ্চিম রঘুরামপুর গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে নূর আলম সরদার ও শহরের সরদার কলোনী এলাকার মনির কাজীর ছেলে তানভীর কাজী।
রাব্বি ও নূর আলম খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। তানভীর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। মাদারীপুর সদর থানায় দায়ের হওয়ায় ছাত্র আন্দোলনের দুটি পৃথক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ছাত্র রাব্বি ও নূর আলম কারাগারে আসেন ১৮ জুলাই এবং তানভীর আসেন ১৯ জুলাই।
আরএ