সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫), তার মা তাহেরা বেগম (৭৫) ও তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্ষীপুরের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রা পথে বাসটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় পৌঁছালে বাসটি উল্টো পথে ঢুকে পড়ে। এসময় ওই পথে সিএনজিচালিত একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় বাসটি। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলেই সিএনজি চালক ছেলে-মা ও তার জেঠাতো ভাইয়ের স্ত্রী মারা যায়।
আরও জানা যায়, নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর নামক এলাকার রাস্তা এক পাশে সরু থাকায় প্রায় গাড়ি এখানে উল্টো পথে ঢুকে যায়। এজন্য এই স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাসের একজন যাত্রী জানান, বাসটি মাত্র ১০ মিনিটে ফেনী জেলার দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকান ঘর এলাকায় আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল। যাত্রীরা একাধিকবার চালককে আস্তে গাড়ি চালাতে বললেও সে কারো কথায় কর্ণপাত করেনি।
নোয়াখালী হাইওয়ে পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল যায়। চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। পুলিশ বাস ও সিএনজি জব্দ করে নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
আরএ