সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে বরিশালে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। একই স্থানে মারমুখী অবস্থায় অবস্থান করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা।
এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টার আগে থেকে বিএম কলেজের মসজিদ গেটে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে সড়কে অবস্থান নেয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের দু’পাশে পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীরা জানান, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে উঠবে না বলেও জানান শিক্ষার্থীরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফারুক হোসেন দেশ টিভিকে বলেন, শিক্ষার্থীরা একজনকে মারধর করেছে, তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে তাহলে তা প্রতিহত করা হবে।
আরএ