সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে নারায়ণগঞ্জের সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় সড়কগুলোকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে শহরের চাষাঢ়ায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর নগরীর দুই নাম্বার গেট থেকে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয়স্তমদের সামনে বিক্ষোভ করে নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় চাষাড়ার মোড়ে বিজিবির গাড়ির সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে।
এদিকে শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কমে গেছে। তবে মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে কোনো শিক্ষার্থীদের দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে মহাসড়কের বিভিন্ন এলাকায়।
চাষাড়া শিক্ষার্থীরা উই ওয়ান জাস্টিস, ও শহীদ হওয়া শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দিবো নাসহ বিভিন্ন স্লোগান দিয়ে প্রকমবৃত করে রাখে পুরো নগরী। পরে একটি মিছিল বের করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, ২ নং রেল গেট ঘুরে চাষাঢ়ায় এসে আশেপাশের গুরুত্বপূর্ণ চারটি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, বঙ্গবন্ধু সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও নবাব সলিমউল্লাহ সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বেলা আড়াইটা পর্যন্ত সড়কে কোনো প্রকার বিশঙ্খলা দেখা যায়নি। বেলা একটা থেকে বৃষ্টি নামলেও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা। সেড়কে কোথাও দেখা যায়নি আইনশৃঙ্খলা বহিনীর সদস্যদেরও।
আরএ