সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন পুলিশ সদস্য সুমন ঘরামী। তার বাড়ি বাগেরহাটের কচুয়ায় উপজেলায় এখন চলছে শোকের মাতম।
শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে ওই পুলিশ সদস্য নিহত হন।
নিহত সুমন ঘরামী কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) এর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুর থেকে রাত অবধি আন্দোলনকারীদের সাথে কয়েকদফা সংঘর্ষে শতাধিকের ওপর পুলিশসহ আন্দোলনকারীরা আহত হয়। রাতে চিকিৎসারত অবস্থায় সুমনের মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার রাতে নগরীর লবণচরা থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়। এখনও অবধি কোনো আসামি আটক হয়নি।
এদিকে, শুক্রবার রাতে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের পরিবারে আহাজারি যেন থামছে না। কান্না থামছে না নিহতের স্ত্রী মিতু বিশ্বাসেরও। ছয় বছরের একমাত্র ছোট মেয়ে স্নিগ্ধা তার বাবাকে হারানোর বেদনায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য। স্ত্রী সন্তান নয়, নিহত সুমনের সহকর্মীরাও কান্নায় ভেঙে পড়েছিল।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সুমনের ময়নাতদন্ত শেষে শনিবার বেলা ৩টায় নিহত কনস্টেবলের মরদেহ পুলিশ লাইন্সে নেওয়া হয়। সেখানে গার্ড অব অনার শেষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে পরিবারেক নিকট হস্তান্তর করা হয়।
আরএ