সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম সুমন ঘরামী (৩২)। তার বাড়ি বাগেরহাটের কচুয়াতে। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার সৌমেন বাইনের দেহরক্ষী ছিলেন। এই ঘটনায় আহত হয়েছে পুলিশের অন্তত ২০ সদস্য।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দিতে চাইলেও তারা আমাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা আমাদের ওপর আক্রমণ চালায়। আমাদের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা করেছে। নিহত সুমন ঘরামির মাথায় প্রচন্ড রকমের আঘাত করেছে। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন এই ঘটনায় আমাদের ১৫ থেকে ২০ জন সদস্য আহত হয়েছেন। তার ভেতর কয়েকজন গুরুতর। পরিস্থিতির সময় আমরা শুধুমাত্র টিয়ারসেল ও রাবার বুলেট ব্যবহার করে শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করেছি। আর তারা আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত নগরীর জিরো পয়েন্ট গল্লামারি মোড়সহ আশপাশের এলাকায় এই সংঘর্ষ ঘটে বলে জানান ।
জানা যায়, নিহত পুলিশ সদস্য সুমন ঘরামীর সৃষ্টি ঘরামি নামে ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এফএইচ