সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যা ও গণগ্রেপ্তার, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণমিছিল করেছে আন্দোলনকারীরা। এসময় মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতারা বাধাঁ দেয়। পরে তাদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এ সময় ডিবি পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টায় নরসিংদী সদর উপজেলা মোড় এলাকার নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে আগে থেকে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। পরে দুপুর পৌনে তিনটা নাগাদ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাঁধা দেয়। পরে তারা সেখানেই বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দিতে থাকে। পরে তারা সামনে এগোতে চাইলে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ অংঙ্গসংগঠের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাঁধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে তিনটা নাগাদ আন্দোলনকারীদের অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। পরে বিকেল পৌঁনে চারটা নাগাদ উপজেলা মোড় এর পরিস্থিতি স্বাভাবিক লক্ষ্য করা যায়।
পরে বিকেল ৫টায় আন্দোলনকারীরা শহরের জেলখানার মোড়ে জড়ো হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ বিক্ষোভ প্রদর্শন করে। এসময় মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা ৩০ মিনিটের মত অবস্থান করে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, বিষয়টি পুরোপুরি আমার জানা নাই। খোঁজ নিয়ে দেখছি।
এফএইচ