সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
উপকূলীয় জেলা ভোলায় গত ২৪ ঘণ্টায় ৯৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত থেমে থেমে হালকা, মাঝারি ও ভারি বর্ষণ হয় এ জেলায়। ভোলায় মৌসুমের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত হয় বৃহস্পতিবারে। মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. মনির জানান, এ বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকবে। পায়রা সমুদ্র বন্দরে ৩নং সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
এদিকে দিনভর বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। চরম দুর্ভোগ পড়েন কর্মজীবী মানুষ। অন্যদিকে ভারি বর্ষণে জেলা নিম্নাঞ্চল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বাঁধের বাইরের মানুষ।
রাত সোয়া ১১টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।
আরএ