সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জানান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ বিএনপি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জানান মুন্নু মেডিকেল কলেজ, মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, নার্সিং কলেজ, মুন্নু ফেব্রিকস, মুন্নু সিরামিক, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম, মুন্নু সিরামিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আখতারুজ্জামান, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ড.জুলফিকার রহমান আহম্মেন আমিন (অব.), উপ পরিচালক ডা. মো. জামিলুর রহমান, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. ক. জহিরুল ইসলাম (অব.), মুন্নু নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুননেছা সহ অনেকে।
মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আফরোজা খান রিতা সাংবাদিকদের বলেন, আমার বাবা মৃত্যুর আগেরদিন পর্যন্ত অসহায় ও গরীব মানুষের সেবা করে গেছেন। বাবার স্বপ্ন পূরনে তার ধারাবাহিকতায় আমিও মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করে যাচ্ছি। আমার বাবার ৭ম মৃত্যু বার্ষিকী, জন্মবার্ষিকী ও বিভিন্ন জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও পরীক্ষা- নিরিক্ষার ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এফএইচ