সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটি সরকারি কলেজের চলমান এইচএসসি পরীক্ষা বর্জনের বিবৃতি দিয়েছে শিক্ষার্থীদের একাংশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিবৃতি ছড়িয়ে পরে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি-২০২৪ ব্যাচ পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে- দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে অন্যায়ভাবে গ্রেপ্তরকৃত সকল এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া যদি না হয় তাহলে রাঙ্গামাটি সরকারি কলেজের কোনো পরীক্ষার্থী অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবো না।’
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিশ্চুক রাঙামাটি সরকারি কলেজের মানবিক বিভাগের এইচএসসির এক শিক্ষার্থী বলেন, আমি আমাদের আটককৃত এইচএসসি পরীক্ষার্থী বন্ধুদের মুক্তির দাবিতে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই সারাদেশে আটককৃত আমাদের বন্ধুদের মুক্তি দেওয়া হোক।
বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, এটি আমাদের একান্ত নিজস্ব মতামত। আমরা অন্যায়ভাবে আটককৃত সকল এইচএসসি পরীক্ষার্থীসহ অন্যদের মুক্তির দাবি জানাই।
আরএ