সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
একাধারে বৃষ্টি ঝরছে চট্টগ্রামে। বুধবার সন্ধ্যা পর্যন্ত কখনও রোদ, আবার কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি নামে। তবে রাত ১১টার পর থেকে ভারি বৃষ্টিতে ডুবেছে শহরের প্রায় অলিগলি। এতে জলাবদ্ধতা দেখা গেছে শহরের প্রধান সড়কেও।
১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস। বিপাকে পড়েন কর্মজীবী মানুষজন। বৃষ্টির কারণে সড়কে যানবাহন ছিল কম।
টানা বৃষ্টিতে রাস্তাঘাট ও বিভিন্ন এলাকা ডুবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমর সমান পানি জমেছে। ফলে নানা প্রয়োজনে বাইরে বের হওয়া লোকজনকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। নগরীর দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, ফরিদারপাড়া, চান্দগাঁও আবাসিক, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাড়ইপাড়া, ডিসি রোড, বাকলিয়া, চকবাজার কাঁচাবাজার, রহমতগঞ্জ, আতুরার ডিপো এলাকার রাস্তাঘাট ও অলিগলি পানিতে তলিয়ে যায়। এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়াও বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে নগরের নিচু এলাকার অধিকাংশ সড়ক কাদা পানিতে একাকার হয়ে উঠেছে। এসব সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাফেরা করাও কষ্টকর হয়ে উঠেছে।
নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রামের সড়কগুলোতে পানি জমে যায়। কোনো কোনো সড়কে রিকশা ছাড়া চলাফেরা করা যায় না। একারণে রিকশা ভাড়াও বেড়ে যায়। বছরের পর বছর এ ভোগান্তি যেন শেষ হচ্ছে না আমাদের।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর কারণেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। আরও দুই একদিন এমন বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আরএ