সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদী কারাগারে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ,অস্ত্র গুলি লুট সহ ৮২৬ জন আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ কর্মকর্তাসহ ৮২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর ৭৭ জন কারারক্ষীকে কারা অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। নরসিংদী কারাগারে সদ্য যোগ দেওয়া জেলার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫৯২ জন কয়েদী স্বেচ্ছায় আদালতে আত্মনসমর্পণ করেছে।
কারাগারের জেলার আবু ইউসুফ জানায়, কারাগারে হামলার পর দায়িত্বে অবহেলার অভিযোগে জেল সুপার, জেলার ও ডেপুটি জেলার সহ ৫ কর্মকর্তা ও ৭৭ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে জেল সুপার ও জেলারকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, ডেপুটি জেলার ও দুই সুবেদারকে ডি আই জি প্রিজন ও ৭৭ জন কারারক্ষীকে কারা অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্থ করা হয়। ঘটনার ৩ দিন পর জেল সুপার ও জেলারকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্থ করেন। পরে গত ২৯ জুলাই ৭৭ জন কারারক্ষী সহ বাকিদের সাময়িক বরখাস্ত করা হয়।
নরসিংদী কোর্ট ইন্সপেক্টর (ওসি) ওদেদুজ্জামান বলেন, নরসিংদী কারাগার থেকে পালিয়ে পাওয়া ৮২৬ জন কয়েদীর মধ্যে বুধবার পর্যন্ত ৫৯২ জন কয়েদী স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন করেন। পরে তাদের বিভিন্ন কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় সারা দেশে ছাত্র-জনতা নিহত, গণগ্রেপ্তার, মামলা, গুমের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনে নরসিংদীতে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এই বিক্ষোভ করে শতাধিক আন্দোলনকারী। এসমসয় আন্দোলনকারীদের সঙ্গে বিক্ষোভে দেখা যায় নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজিবি শিরিন সুলতানাকে।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালনে দুপুর সাড়ে বারোটার দিকে শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণে যেতে থাকে। এসময়, বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। পরে, পুলিশের বাঁধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করে। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেয় ও প্লাকার্ড প্রদর্শন করে। পরে সামনে আর এগুতে না পেরে বিক্ষোভকারীরা ফিরে যায় ।
এসময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন সরকার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদসহ গোয়েন্দা পুলিশ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: গত ১৯শে জুলাই শুক্রবার কয়েক হাজার দূর্বৃত্ত নরসিংদী কারাগারে হামলা চালায় । ওইসময় তারা কারাগারের প্রধান ফটক ভেঙ্গে জেল সুপার, জেলারে অফিস, পুলিশ ব্যারাক সহ কারাগারের ভেতরে অগ্নি সংযোগ করে। পরে তারা অস্ত্রগার থেকে ৮৫টি অস্ত্র ও প্রায় সাত হাজার রাউন্ড গুলি ও খাদ্য গুদাম লুট করে নেয়। ওই সময় জেলে থাকা আনসারুল্লাহ বাংলা ভাই জঙ্গি সংগঠনের ৯ সদস্য সহ ৮২৬ জন কয়েদীকে ছিনিয়ে নেয়। ওই সময় কারাগারের ভেতরের বিভিন্ন স্থানে ভাংচুর অগ্নি সংযোগ চালায়। ওই সময় কারাগারের গুরুত্বপূর্ন কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদের মধ্যে ৪ জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে আর এক জঙ্গী আদালতে আত্মসমপর্ণ করেছে। আর লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪৯ টি অস্ত্র ও ১হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে।