সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভুয়া ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ওষুধ প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে গণপিটুনির শিকার হন।
আটক ব্যক্তির নাম মো. সারোয়ার হোসেন (৫২)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার রাধীখাল গ্রামের ডা. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াপুর বাজারে সোমবার বিকেল ৩টার দিকে নিজেকে ওষুধ প্রশানের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। একপর্যায়ে স্থানীয়রা তার পরিচয়পত্র ও ওষুধ প্রধাসনের চাকরিজীবীর প্রমাণপত্র চাওয়ায় তা দেখাতে পারেননি। এসময় তার সঙ্গে পুলিশ বা প্রশাসনের কেউ ছিল না। পরে বাজারে থাকা লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপার্দ করে।
আটক ভুয়া ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে আসছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান দেশ টিভিকে বলেন, শুনেছি সে নাকি বিভিন্ন এলাকায় এ রকম প্রতারণা করে আসছে। গতকাল ভুয়া ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেনকে নয়াপুর থেকে তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম আটক করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরএ