সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনা নগরীর দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার আলোচিত ব্যবসায়ী হুমায়ুন কবিরের লাশ আজ মঙ্গলবার কবরস্থান থেকে উত্তোলন করা হবে। আলোচিত এই হত্যা মামলায় হুমায়ুনের ছোট মেয়ে ছাড়া অন্য কোনো আসামিকে এখনও আটক হয়নি। তবে হত্যাকাণ্ডের তদন্তের জন্য অনেক বিষয় এখনও খোলাসা করা যাচ্ছে না বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বদিউর রহমান।
পুলিশ জানায়, গত ৪ জুলাই ব্যবসায়ী হুমায়ুনের ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবিরের বিরুদ্ধে খাবার ও পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ও বালিশ চাপার মাধ্যমে পিতাকে হত্যার অভিযোগ ওঠে। বহু নাটকীয়তার পর মৃত্যুর ১২ দিন পর ১৬ জুলাই তার স্ত্রী ফারজানা আফরিন বাদী হয়ে ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির ও অজ্ঞাত ২/৩ জনের নামে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ আরও জানায়, মামলাটি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। মামলার পর গত ২৪ জুলাই আদালত থেকে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল লাশ উত্তোলনের সময় উপস্থিত থাকবে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দেয়ানাস্থ পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হবে।
আরএ