সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মৃণাল (২৭) নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চর শুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।
আহত মৃণাল শুক্তাগড় এলাকার মৃত রনজিৎ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে মৃণালের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ