সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লালমনিরহাটে বিবস্ত্র করে নির্যাতন ও অপমান সহ্য করতে না পেয়ে ইসরাত জাহান মৌফিক নামে এক কলেজছাত্রী আত্নহত্যা করেছেন। গত বুধবার তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন সদর থানা পুলিশ।
নিহত শিক্ষার্থী লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের আব্দুল মতিন মন্ডলের মেয়ে। সে স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ হতে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা আব্দুল মতিন মন্ডল বাদী হয়ে মামলা করেন। মামলায় ১২ জন আসামির নাম উল্লেখ করেন নিহতের বাবা। শিক্ষার্থীর পিতা অভিযোগ করে বলেন, নির্যাতন নিপীড়ন করায় তার মেয়ে আত্মহত্যা করেছে।
মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী মৃত শরিয়ত উল্লাহ মন্ডলের ছেলে সুলতান মন্ডল, সিরাজ আলী মন্ডল ও শাহজাহান আলীর সাথে আব্দুল মতিন মন্ডলের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ছিল। গত বুধবার সকালে সুলতান মণ্ডলদের হাঁস মতিন মণ্ডলের আমন ধান খেত নষ্ট করছিল। বিষয়টি দেখে ধানখেত থেকে হাঁস তাড়িয়ে দেন ইসরাত জাহান মৌফিক। এ ঘটনার জেরে ধরে এইচএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান মৌফিককে (১৮) পিটিয়ে আহত করেন। কয়েকজন মিলে কলেজছাত্রী মৌফিকের পড়নের কাপড় ছিড়ে বিবস্ত্র করে। কলেজ ছাত্রী ইসরাত জাহান মৌফিক গ্রামবাসীদের সামনে বিবস্ত্র হওয়ায় ভীষণ লজ্জা পায়।
একপর্যায়ে দুপুরের দিকে বাড়িতে একা থাকার সুযোগে ঘরের ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, পারিবারিক দ্বন্দের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারপিট করা হয়েছে। এ লজ্জায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচণার দায়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
আরএ