সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২ কন্যা সন্তানসহ স্বামী-স্ত্রী রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে এটি আত্মহত্যা।
শনিবার (২৭ জুলাই) রাতে পৌর এলাকার বিজয়পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া (৩২), তার স্ত্রী জান্নাত বেগম (২২), বড় মেয়ে ফাহিমা (৪) ও ছোট মেয়ে তাহমিদা (২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। সকালে বাড়িতে লোকজনের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা তাদের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মর্মান্তিক এ ঘটনার পেছনে কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে, একই পরিবারের চারজনের মৃত্যুর ঘঠনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরএ