সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্র, পুলিশ ও সাংবাদিক হত্যাসহ রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
রোববার (২৮ জুলাই) সকালে জেলা ও দায়রা জজ প্রবেশ ফটকের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিববর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আন্দোলনে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বিএনপি-জামায়াত। যারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে তারাই দেশকে দরিদ্র রাষ্ট্র বানাতে চাই। হামলাকারীরা আইকনিক স্থাপনাগুলো দেখে দেখে ধংসযজ্ঞ চালিয়েছে। যারা এসব কাজে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। একই সাথে স্বাধীনতা বিরোধীরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে সচেষ্ট থাকর আহ্বান জানানো হয়।
একই সাথে মানবন্ধন থেকে সাম্প্রতিকালে সংঘটিত হত্যাকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সুষ্ঠু এবং যথাযথ বিচারে বিশেষ আইন প্রণয়ন করার দাবি জানানো হয়। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা। দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ আদায় নিশ্চিত করাসহ ৬ দফা দাবি পেশ করেন আইনজীবীরা।
আরএ