সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোটা সংস্কার আন্দোলন ঘিরে মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুই থানায় তিনটি মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, পদ্মা সেতু উত্তর থানায় একটি ও মুন্সীগঞ্জ সদর থানায় দুইটি মামলায় মোট ৯২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে, এসব মামলায় এখনও পযন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানাগুলো।
গত ১৭ জুলাই পদ্মা সেতুর টোল প্লাজার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনরতরা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এর ফলে সড়কে আধা ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পিতবার (২৫ জুলাই) একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতু উত্তর থানার ডিউটি অফিসার এসআই মাহমুদা।
এদিকে, মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক দুইদিনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। গত ২০ জুলাই মুক্তারপুর সড়কের নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বালুর বস্তা ফেলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর ২৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ খালইস্ট এলাকার ৮-১০টি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার ২৪ জুলাই ২৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। উভয় মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, আগের কযেকটি মামলার ৬টি উপজেলার গত ২০ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৬২ জনকে আটক করা হয়েছে। নতুন তিনটি মামলার এখনও পযন্ত কাউকে আটক করা যায়নি।
আরএ