সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায়-দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেল থেকে থেমে থেমে এই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরীফ উদ্দিনসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ প্রত্যেক্ষদর্শীরা জানায়, বিকেল তিনটার দিকে কোটা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীসহ অন্তত শতাধিক যুবক সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়। এ সময় কাছেই ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ একপর্যায়ে সরাইল সিএনজি স্ট্যান্ড, সকাল বাজার এবং উচালিয়াপাড়া মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানি গ্যাস এবং শর্টগানের গুলি নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে সরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফ উদ্দিনসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে। পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এফএইচ