দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের মিশনমোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।
বুধবার(১৭ জুলাই) সকাল ১১টায় শুরু হয়ে টানা দুই ঘণ্টাব্যাপী চলা এ আন্দোলনে কোনো বাধা ছাড়াই লালমনিরহাট সরকারি কলেজ, মজিদা খাতুন সরকারি কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যোগ দেয় লালমনিরহাট জেলা ছাত্রদল।
লালমনিরহাটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ শিক্ষার্থীরারা এসময় কোটা বিরোধী শ্লোগান এবং বক্তব্য দেন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ করা ছাত্রদলের নেতাকর্মীরা এসময় সরকারের সমালোচনা করে ভুয়া ভুয়া শ্লোগান দিতে থাকে।
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য আসিফ ইসলাম বলেন, কোটা সংস্কারের দাবিতে সারাদেশে যখন উত্তাপ শুরু হয়েছে। তখন সরকার উস্কানি দিয়ে ছাত্রলীগ দিয়ে হামলা করিয়ে আমাদের(সাধারণ শিক্ষার্থী) আহত করছে। এরই মধ্যে কয়েকজন নিহত হয়েছে। এসময় কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মনোবল শক্ত রাখার আহবান জানান তিনি। কোটা বিরোধী শিক্ষার্থীরা টানা দু'ঘন্টা মহাসড়কটিতে অবস্থান করায় বন্ধ ছিল যানচলাচল। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে জানিয়ে আন্দোলন সমাপ্তি করেন আন্দোলনকারীরা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সকাল থেকে মিশনমোড় চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এফএইচ