সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীর রায়পুরায় পল্লী বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর মনির ডাক্তারের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০) ও দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯)। আহতরা হলেন- রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮), দিনাজপুরের আহাদ মিয়া (৪১), জুয়েল (২৬) ও গাজীপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)। নিহত ও আহত ব্যক্তিরা ঠিকাদার সুজনের আওতায় বেতনভুক্ত হিসেবে কাজ করতো।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ৭ জনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুত সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুঁটি সড়িয়ে সিমেন্টের খুঁটি স্থাপন করছিল। খুঁটি স্থাপন শেষে বিদ্যুত লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুঁটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত হয়। এসময় ৫ জন আহত হয়। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।
ঠিকাদারের কর্মচারীদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে দাবি করে রায়পুরা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, খবর পেয়েছি বিদ্যুতে স্পৃষ্ট হয়ে ঠিকাদারের ২ জন লোক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি সম্পর্কে নরসিংদীর জিএমকে জানানো হবে।
এদিকে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাফায়াত হোসেন পলাশ। তিনি বলেন, সন্ধ্যায় নিহতদের মরদেহ সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।
আরএ